আদালতে ৯৪ লাখ ৯৯ হাজার কানাডীয় ডলার জরিমানা
মোশাররফকে ঘুষ দিয়ে কানাডায় দণ্ডিত নাইকো
সাবেক বিএনপি সরকারের জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনকে ২০০৫ সালে একটি দামি গাড়ি ও ভ্রমণব্যয়ের পাঁচ হাজার ডলার ঘুষ দেওয়ায় স্বদেশে দণ্ডিত হয়েছে কানাডীয় তেল-গ্যাস অনুসন্ধান কোম্পানি নাইকো রিসোর্সেস। বাণিজ্যিক স্বার্থে বিদেশে ঘুষ দেওয়া প্রতিরোধসংক্রান্ত কানাডার আইনে সে দেশের একটি আদালতে ২০০৯ সাল থেকে এ মামলা চলছিল। নাইকো দোষ স্বীকার করায় গত শুক্রবার ওই আদালত দণ্ড হিসেবে ৯৪ লাখ ৯৯ হাজার কানাডীয় ডলার (৯৭ লাখ ৫০ হাজার ৭৯৪ মার্কিন ডলার) জরিমানার আদেশ দেন। ৩০ দিনের মধ্যে এ জরিমানা পরিশোধ করতে হবে।ইন্টারনেটে কানাডীয় ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে পাওয়া খবরে জানা যায়, আদালত আগামী তিন বছর নাইকোর কর্মকাণ্ড পর্যবেক্ষণ করবেন বলেও আদেশে বলা হয়েছে। তবে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন আগের মতোই গতকালও অভিযোগ অস্বীকার করেছেন।
গতকাল শনিবার মোশাররফ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘আমি কোনো অন্যায় করিনি। কানাডার আদালতে মামলার ব্যাপারেও আমি কিছু জানি না। নাইকোকে সুবিধা দেওয়ার অভিযোগে তো বর্তমান ও সাবেক দুই প্রধানমন্ত্রীসহ অনেকের বিরুদ্ধে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে মামলা হয়েছিল। তাতে তো তাঁরা দোষী বলে প্রমাণ হয় না।’ ২০০৫ সালের জানুয়ারি মাসে ছাতকের টেংরাটিলা গ্যাসক্ষেত্রে অগ্নিকাণ্ডের পর, বাপেক্সের মাধ্যমে মোশাররফ হোসেনের জন্য তখনকার দামে প্রায় ৮৫ লাখ টাকার একটি টয়োটা ল্যান্ড ক্রুজার সিগনাস (২০০৫ মডেল) গাড়ি পাঠায় নাইকো। গাড়িটি ২৩ মে জ্বালানি প্রতিমন্ত্রীর বাসায় আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়।প্রতিমন্ত্রীর পক্ষে গাড়িটি গ্রহণ করার সময় এ-সংক্রান্ত নাইকোর দাপ্তরিক নথিতে লেখা হয়, ‘মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের বাসভবনে প্রতিমন্ত্রীর উপস্থিতিতে পাশে বর্ণিত জিনিসপত্র নাইকোর প্রতিনিধির নিকট হতে বুঝিয়া পাইলাম’। গাড়ি ছাড়াও নথিতে পাশে বর্ণিত জিনিসপত্র হচ্ছে, গাড়ির অস্থায়ী ব্লু বুক,ফিটনেস সার্টিফিকেট, মূল বিমা সার্টিফিকেট, টুলবক্স, একটি অতিরিক্ত চাকা, একটি বিকল্প চাবি,অপারেটরস ম্যানুয়াল প্রভৃতি।এ ব্যাপারে ২০০৫ সালের ১৪ জুন প্রথম আলোতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। তখন মোশাররফ হোসেন প্রতিমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন। খবরটি প্রকাশের সময় প্রতিমন্ত্রী কানাডা ও আমেরিকা সফরে ছিলেন। ওই সফরের ব্যয়ভারও নাইকো বহন করেছে বলে কানাডীয় আদালতে বলা হয়েছে। কিন্তু তখন নাইকোর পক্ষ থেকে ঘুষ দেওয়ার কথা অস্বীকার করে বলা হয়েছিল, যৌথ অংশীদার হিসেবে বাপেক্সকে গাড়িটি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, প্রথম আলোর খবরের প্রতিবাদ পাঠিয়েছিল নাইকো। কানাডার গণমাধ্যমের কাছেও নাইকোর তৎকালীন শীর্ষ কর্মকর্তা ঘুষ দেওয়ার কথা অস্বীকার করেছিলেন।প্রতিমন্ত্রী সফর থেকে ১৮ জুন (২০০৫) শনিবার ভোরে দেশে ফিরে ওই দিন সকালে সাংবাদিকদের বলেন, তাঁর ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। ঘুষ নেওয়ার মিথ্যা অভিযোগ তুলে সরকারকে বিব্রত করার চেষ্টা হচ্ছে। তিনি কোনো অন্যায় করেননি। এরপর ওই দিন সন্ধ্যায়ই তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। অবিলম্বে তা গৃহীতও হয়।ওই বছরই নাইকো গাড়িটি ফিরিয়ে নেয়। ফলে তখনই প্রমাণ হয়ে যায়, গাড়িটি বাপেক্সকে দেওয়া হয়নি। যৌথ অংশীদার হিসেবে বাপেক্সের ব্যবহারের জন্য দিলে সেটি আর ফিরিয়ে নেওয়া হতো না। তা ছাড়া টেংরাটিলা, ফেনী ও কামতা গ্যাসক্ষেত্রের যৌথ অংশীদারি চুক্তির কোনো শর্তেই বাপেক্সকে নাইকোর গাড়ি দিতে হবে এমন শর্ত ছিল না।এ প্রেক্ষাপটে কানাডীয় আদালতের রায়ের পর সে দেশের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট জেমস কট্জ গণমাধ্যমকে বলেন, আদালতের এ রায়ের পর কোম্পানিগুলো এখন আর এমনটি ভাববে না যে, অপরাধ করেও পার পাওয়া যাবে।আদালতে নাইকোর পক্ষের আইনজীবী বলেন, নাইকোর মতো কোম্পানির পক্ষে প্রায় ৯৫ লাখ ডলার জরিমানা দেওয়া কোনো বড় বিষয় নয়। তবে আদালতের দণ্ডাদেশ কোম্পানিটির ভাবমূর্তির ওপর এক বড় আঘাত।এদিকে, টেংরাটিলা বিস্ফোরণের জন্য নাইকোর কাছে দাবি করা ক্ষতিপূরণের বিষয়টি এখন আন্তর্জাতিক আদালতে আছে। নাইকো যখন ক্ষতিগ্রস্ত গ্যাস কাঠামোর জন্য ক্ষতিপূরণ দিতে গড়িমসি করছিল, তখন বিগত সরকারের আমলে পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) হাইকোর্টে একটি রিট মামলা দায়ের করেছিল। সেই মামলার রায়ে আদালত সরকারকে বলেছিলেন, ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত নাইকোকে ফেনী ক্ষেত্র তোলা ও সরবরাহ করা গ্যাসের দাম পরিশোধ করা যাবে না।এরপর নাইকো ফেনী থেকে গ্যাস সরবরাহ করলেও দাম পরিশোধ করা হচ্ছিল না। একপর্যায়ে তারা গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। সরকারের পক্ষ থেকে চেষ্টা চলে ক্ষতিপূরণ আদায় ও গ্যাস সরবরাহ শুরু করার ব্যাপারে মতৈক্যে পৌঁছার। কিন্তু তা হচ্ছিল না। এরপর নাইকো বিষয়টি নিয়ে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়েছে।
No comments:
Post a Comment